April 28, 2024
#বিধি-বিধান

টিভি নিউজ শুনতে গেলে মিউজিক…

প্রশ্নঃ টিভিতে নিউজ শুনতে গেলে কোন না কোন ভাবে মিউজিক শুনতে হয়। এ ক্ষেত্রে কী করণীয়?

উত্তরঃ ইসলামের দৃষ্টিতে মিউজিক শোনা এবং পর নারীর দিকে দৃষ্টিপাত করা হারাম।

মিউজিক ও নারী আসলে করণীয়ঃ

সুতরাং টেলিভিশন নিউজ দেখার সময় যদি মিউজিক আসে অথবা পর্দাহীন নারী খবর উপস্থাপন করে তাহলে মিউজিক শোনা বা সে দিকে দৃষ্টিপাত করা অবশ্যই হারাম। তার বিকল্প হিসেবে খবরের কাগজ পড়া যেতে পারে।

যদি খবর দেখা একান্তই জরুরী হয়ঃ

বিশেষ ক্ষেত্রে খবর শোনা জরুরি হলে কর্তব্য হল, নারীর দিকে না তাকানো এবং মিউজিক বাজার সময় টিভি মিউট করে দেয়া।

সব থেকে উত্তম হয় যেটাঃ

আর বাস্তব কথা হল, একান্ত জরুরি না হলে এ সব নিউজ না শোনাই ভালো। কারণ অধিকাংশ টিভি চ্যানেল হলুদ সাংবাদিকতায় লিপ্ত এবং মিথ্যা ও বিকৃত সংবাদ, দালালি পনা এবং ইসলাম বিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছে!

আল্লাহ তাআলা এ সকল চ্যানেল মালিক, কর্মকর্তা এবং সাংবাদিকদেরকে হেদায়াত করুন। আমীন।

আরও পড়ুনঃ মহিলাদের দ্বারা কুরআন তিলওয়াত ও হামদ পরিবেশনার বিধান

উত্তর প্রদানেঃ
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

সোশ্যাল মিডিয়াতে আমরাঃ


Exit mobile version