আদর্শ রমণী – বই ডাউনলোড

রমণীদের মধ্যে সুন্দরী রমণীর অভাব নেই। কিন্তু ‘আদর্শ রমণী’র বড় অভাব। যাঁরা আদর্শ মানুষ অথবা আদর্শকে ভালোবাসেন এমন মানুষ সেই রমণীর অনুসন্ধান ক’রে থাকেন বিবাহের পূর্বে। অনেকে সে মর্মে কিছু লেখার পরামর্শ দেন। সেই ভাইদের আশামত তেমনই রমণী গড়ার প্রচেষ্টায় আমার এবারের প্রয়াস। আল্লাহ যেন তা কবুল করেন।

আমি এই পুস্তিকায় সরাসরি আমার দ্বীনী বোনকে সম্বোধন করেছি। তার প্রকৃতি ও মনের পরশ পেতে যথা সম্ভব গান, কবিতা ও হেঁয়ালি কথার মালা গেঁথেছি। আশাকরি সেই ফুলের মালা তার গলায় শোভা পাবে।

স্বামীগৃহ ও সংসারের কিছু খুঁটিনাটি ছোট ছোট কথা লিখেছি, আশা করি, তা তার দাম্পত্য জীবনের সহায়ক হবে। এই পুস্তিকা পড়ে নিজেকে ‘আদর্শ তরুনী, আদর্শ স্ত্রী, আদর্শ মা ও আদর্শ শাশুড়ি’ হিসাবে নিজেকে গড়তে প্রয়াস পাবে। আর তওফীক আল্লাহর হাতে।

আমি যে আবেগ নিয়ে লিখেছি, সেই আবেগ নিয়ে পড়তে আমার বোনটিকে আবেদন জানাচ্ছি। হয়তো বা এত সব কথা মানতে তোমাকে ভারী বোধ হবে, কিন্তু ‘আদর্শ রমণী’ হতে হলে কিছু ত্যাগ স্বীকার তো করতেই হবে।

……… {বইয়ের ‘শুরুর কথা’ থেকে} ………

তোমার হিতাকাঙ্ক্ষী ভাই
আব্দুল হামীদ ফাইযী
আল-মাজমাআহ
সৌদী আরব

Comments

2 responses to “আদর্শ রমণী – বই ডাউনলোড”

  1. […] একজন রমণীর কেমন হওয়া উচিৎ? আদর্শ রমণী – বইটি ডাউনলোড করুন […]