Tag: কিভাবে অযু করবো

  • অযু ছাড়া সালাত আদায় করে ফেললে…

    অযু ছাড়া সালাত আদায় করে ফেললে…

    প্রশ্নঃ কেউ যদি ভুল বশতঃ অযু ছাড়া নামায আদায় করে তাহলে তা শুদ্ধ হবে কি?

    উত্তরঃ সালাত আদায়ের পূর্বশর্ত হল পবিত্রতা অর্জন করা। পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলার কাছে তা গৃহীত হবে না।

    এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

    لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ

    আল্লাহ তাআলা তোমাদের কারও নামায গ্রহণ করবেন না, যখন সে অপবিত্র হয়ে যায়, যতক্ষণ না সে ওযু করে।

    বুখারী ও মুসলিম

    অন্য হাদিসে এসেছেঃ

    عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ “‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ

    আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না।

    সহিহ ইবনে মাজাহ হা/২২৩

    তাহলে অযু ছাড়া সালাত হবে কি?

    সুতরাং কোন ব্যক্তি যদি ভুল বশতঃ পবিত্রতা অর্জন ছাড়া সালাত আদায় করে তাহলে স্মরণ আসার পর তা কাযা করে নিবে।

    আরও পড়ুনঃ সালাতে সূরার ধারাবাহিকতা

    আল্লাহু আলাম।

    উত্তর প্রদানেঃ
    আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
    (লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
    দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।


  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন – বই ডাউনলোড

    নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন – বই ডাউনলোড

    পবিত্রতা অর্জন ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের সামনে সকল বিষয়ের উদাহরণ হিসাবে আছেন আমাদের প্রিয় নবী, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটিতে লেখক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতা অর্জনের সকল খুঁটিনাটি বিষয় তুলে ধরেছেন। এবং প্রতিটি বিষয়েরই রেফরেন্স বা দলীল পেশ করেছেন।

    পবিত্রতা অর্জন সম্পর্কে একটি হাদিসঃ

    অযু ভঙ্গকারীর সালাত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সে অযু করে।

    সহীহ বুখারী, হাদিস নং ১৩৫, ৬৯৫৪। সহীহ মুসলিম হাদিস নং ২২৫

    বইটিতে অযু, গোসল, তায়াম্মুম সহ দৈনন্দিন বিভিন্ন কারণে আমাদের কিভাবে পবিত্রতা লাভ করা উচিৎ তার দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে। ইন শা আল্লাহ, এই বইটি প্রত্যেক মুসলিমের জন্য সহায়ক হবে।

    বইটি লিখেছেনঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয (আল-মাদানী)

    সম্পাদনা করেছেনঃ সম্পাদনাঃ ড. মোহাম্মদ মনজুরে ইলাহী

    বইটি নেওয়া হয়েছেঃ www.islamhouse.com থেকে।

    আমাদের এ্যাপ বা ওয়েব সাইট থেকে আরও বই ডাউনলোড করতে ভিজিট করুন বই ডাউনলোড পেজ।