প্রশ্নঃ কুরআন এর উপর ফুল, তাসবীহ বা অন্য কোন কিতাব রাখা কি বৈধ? বর্তমানে কুরআনের উপর এসব জিনিস রেখে ছবি তুলে ইন্টারনেটে আপলোড দিতে দেখা যায়। এ কাজটি কতটুকু সঠিক?
উত্তরঃ কুরআন মহান আল্লাহর সম্মানিত বাণী। তার প্রতি সম্মান প্রদর্শন করা অপরিহার্য। কোনভাবে তার মানহানি করা বৈধ নয়। আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন অন্তরের তাকওয়ার পরিচায়ক।
আল্লাহ তাআলা বলেন,
وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّـهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ
সূরা হজ্জ: ৩২
“আর কেউ আল্লাহ্র নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে সেটি তার অন্তরের তাকওয়া বা আল্লাহ ভীতির পরিচয়।”
সুতরাং কুরআনের সম্মানের প্রতি লক্ষ রেখে তাকে অন্যান্য সকল কিছুর উপরে রাখতে হবে। তার উপর অন্যান্য বই-পুস্তক, তাসবীহ, ফুল বা অন্য কিছু রাখা ইত্যাদি রাখা উচিৎ নয়।
এটি কুরআনের প্রতি বেয়াদবি। তবে কুরআন এর উপর কুরআন রাখা হলে তাতে কোন আপত্তি নাই।
আল্লাহ আমাদেরকে যথাযোগ্য মর্যাদায় কুরআন কুরআন তিলাওয়াত এবং কুরআনের মর্মার্থ অনুধাবনের পাশাপাশি কুরআনের সম্মান রক্ষায় সচেতন থাকার তাওফিক দান করুন। আমীন।
আরও পড়ুনঃ কুরআনের তিলাওয়াত শোনার ৮টি অনবদ্য উপকারিতা
উত্তর প্রদানেঃ
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।