বিশেষজ্ঞগণ যাদুগ্রস্থ আলামত সম্পর্কে ভালো জানেন। তাদের বক্তব্য থেকে কিছু আলামত তুলে ধরা হলঃ
- স্বামী-স্ত্রীর মাঝ থেকে ভালবাসার সম্পর্ক বিদায় নেয়া এবং ভালোবাসার স্থানে চরম শত্রুতা সৃষ্টি হওয়া।
- অতিরিক্ত সন্দেহ প্রবণা সৃষ্টি হওয়া
- পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা।
- সামান্য ব্যাপারকে কেন্দ্র করে উভয়ের মাঝে অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া
- স্ত্রী/স্বামী যতই সুন্দরী বা হ্যান্ডসাম হোক না একে অপরের কাছে খুবই অসুন্দর ও নিকৃষ্ট মনে হওয়া।
- যাদুগ্রস্থের নিকট অপর জনের সব কিছুই অপছন্দ হবে।
- যাদুগ্রস্থ অপর পক্ষের বসার স্থানকে অপছন্দ করা। যেমন: স্বামী বাড়ি বাইরে খুব ভাল থাকে কিন্তু ঘরে প্রবেশ করলেই অন্তরে অতি সংকীর্ণতা বোধ করে। ইবনে কাসীর (রাহেমাহুল্লাহ) বলেন: স্বামী-স্ত্রীর বিচ্ছিন্নতার যাদুর ফলে যাদুগ্রস্থ অপরজনকে কুদৃষ্টিতে দেখবে বা সন্দেহের দৃষ্টিতে দেখবে বা এ ধরণের অন্যান্য বিচ্ছেদ সৃষ্টিকারী বিষয়ে পতিত হবে। (তাফসীর ইবনে কাসীরঃ ১/১৪৪) (উৎস: যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি )
এ ছাড়াও আরও কিছু আলামত রয়েছেে। যেমনঃ
- সব সময় মানসিক অবসাদ, বিষণ্ণতায় ভোগা
- বিনা কারণে অস্থিরতা অনুভব করা।
- সার্বক্ষণিক মাথা বা পিঠে এমন ব্যথা অনুভব করা যা কোন ওষুধেও উপশম হয় না।
- বিনা কারণে চরম ভয়-ভীতি অনুভব করা।
- হঠাৎ নামায-রোযা ছেড়ে দেয়া।
- কুরআন তিলাওয়াত, দুয়া ও জিকিরে মনোযোগ বসাতে না পারা।
- হঠাৎ করে দাম্পত্য জীবনে আগ্রহ হারিয়ে ফেলা বা যৌন ক্ষমতা লোপ পাওয়া।
- স্মৃতিশক্তি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়া ইত্যাদি।
আল্লাহ তাআলা যাদু থেকে আমাদেরকে রক্ষা করুন। আমীন।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।