প্রশ্নঃ কুরআন মাজীদে এমন কোন আয়াত আছে, যেখানে সরাসরি নির্দিষ্ট ভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের কথা বলা হয়েছে? যদি না বলা হয়ে থাকে তাহলে কিভাবে ও কোন কোন আয়াতে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে?

উত্তরঃ মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে পাঁচ ওয়াক্ত সালাতের বিবরণ দিয়েছেন কুরআনে বিভিন্ন স্থানে:

মাগরিব ও ইশার সালাতঃ

فَسُبْحَانَ اللَّـهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ
“অতএব, তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ কর সন্ধ্যায় ও সকালে।”

সূরা রোম, আয়াত-১৭-১৮

– সন্ধ্যা বলতে এখানে মাগরিব ও ইশার সালাত বুঝানো হয়েছে।
– আর সকালে বলতে ফরজ সালাত বুঝানো হয়েছে।

যোহর ও আসরের সালাতঃ

আল্লাহ তাআলা যোহর ওআসরের সালাতের বিষয়ে বলেনঃ

وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ
“আর দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশ সালাত প্রতিষ্ঠা করুন”

সূরা হুদ: ১১৪

দিনের দুই প্রান্তের মধ্যে একপ্রান্তে ফজর আর অন্য প্রান্ত যোহর ও আসর নামায উদ্দেশ্য আর রাতের কিছু অংশ সালাত বলতে মাগরিব ও ইশার সালাত উদ্দেশ্য।

ফজর, যোহর, আসর, মাগরিব ও ইশার সালাতঃ

আল্লাহ তাআলা এ চার সময় সম্পর্কে বলেন:

أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَىٰ غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ۖ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا
“সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কুরআন পাঠও। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়।”

সূরা ইসরা/ বানি ঈসরাইল: ৭৮

সূর্য ঢলে পড়ার পর হল যোহরের সালাত আর রাত্রির অন্ধকার নেমে আসার পর মাগরিব ও ইশার সালাত। আর ফজর সালাতের কথা তো স্পষ্টই।

পাঁচ ওয়াক্তের আরও বর্ণনাঃ

আল্লাহ তাআলা আরও বলেন:

وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ۖ وَمِنْ آنَاءِ اللَّيْلِ فَسَبِّحْ وَأَطْرَافَ النَّهَارِ
“ আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবাভাগে

সূরা ত্ব-হা, আয়াত-১৩০

– সূর্যোদয়ের পূর্বে ফজর সালাত
– সূর্যাস্তের পূর্বে আসর সালাত।
– রাত্রির কিছু অংশ মাগরিব ও ইশার সালাত।
– দিবাভাগে যোহর সালাত।

তাফসিরে কিতাব সমূহে এই আয়াতগুলোর ব্যাখ্যায় বর্ণিত সাহাবী ও তাবেঈনদের উক্তিগুলো দ্বারা পাঁচ ওয়াক্ত সালাতের বিষয়টি পরিষ্কারভাবে প্রতীয়মান হয়।

আল্লাহু আলাম।

আরও পড়ুনঃ ঘুমের কারণে ফজরের সালাত দেরীতে আদায়ের বিষয়ে

▬▬▬▬ ◈◉◈▬▬▬▬
লেখক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব