Tag: অজু

  • অযু ছাড়া সালাত আদায় করে ফেললে…

    অযু ছাড়া সালাত আদায় করে ফেললে…

    প্রশ্নঃ কেউ যদি ভুল বশতঃ অযু ছাড়া নামায আদায় করে তাহলে তা শুদ্ধ হবে কি?

    উত্তরঃ সালাত আদায়ের পূর্বশর্ত হল পবিত্রতা অর্জন করা। পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলার কাছে তা গৃহীত হবে না।

    এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

    لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ

    আল্লাহ তাআলা তোমাদের কারও নামায গ্রহণ করবেন না, যখন সে অপবিত্র হয়ে যায়, যতক্ষণ না সে ওযু করে।

    বুখারী ও মুসলিম

    অন্য হাদিসে এসেছেঃ

    عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ “‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ

    আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না।

    সহিহ ইবনে মাজাহ হা/২২৩

    তাহলে অযু ছাড়া সালাত হবে কি?

    সুতরাং কোন ব্যক্তি যদি ভুল বশতঃ পবিত্রতা অর্জন ছাড়া সালাত আদায় করে তাহলে স্মরণ আসার পর তা কাযা করে নিবে।

    আরও পড়ুনঃ সালাতে সূরার ধারাবাহিকতা

    আল্লাহু আলাম।

    উত্তর প্রদানেঃ
    আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
    (লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
    দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।


  • হাঁটুর উপরে কাপড় উঠলে কি ওজু ভেঙ্গে যায়?

    হাঁটুর উপরে কাপড় উঠলে কি ওজু ভেঙ্গে যায়?

    প্রশ্নঃ আমি ওজু করবার সময় বা অজু করবার পরে কোন ভাবে হাঁটুর উপরে কাপড় উঠলে আমার ওজু কি ভেঙ্গে যাবে?

    উত্তরঃ আমাদের সমাজের লোকদের মাঝে প্রচলিত রয়েছে যে, হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভেঙ্গে যাবে। কিন্তু এ ধারণাটি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অমূলক। বরং সঠিক কথা হল, হাঁটুর উপর কাপড় থাকা অবস্থায় অযু করলে তা শুদ্ধ হবে ইনশাআল্লাহ।

    ধারণাটি অমূলক কেন?

    কেননা ওযু শুদ্ধ হওয়ার জন্য সতর ঢাকা শর্ত নয়। আর ওযুর পর হাঁটুর উপর কাপড় উঠে গেলেও অযু নষ্ট হবে না ইনশাআল্লাহ। কেননা, এটি ওযু ভঙ্গের কারণ সমূহের মধ্যে কোন কারণ নয়।

    তবে ওযু করার সময় বা ওযু করার পর বিনা প্রয়োজনে হাঁটুর উপর কাপড় না উঠানোই উত্তম। ইমাম মালেক রহ. এটিকে অপছন্দনীয় মনে করতেন।

    উল্লেখ্য যে, পুরুষের নামায শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল, সর্ব নিম্ন দু কাঁধ ঢাকার পাশাপাশি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। সুতরাং হাঁটু ঢাকা নামাযের জন্য শর্ত; ওযুর জন্য নয়।

    আল্লাহু আলাম।

    আরও পড়ুনঃ গোসল সংক্রান্ত মাসআলা-মাসায়েল

    উত্তর প্রদানেঃ
    আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
    দাঈ, জুবাইল, সৌদি আরব

    আমাদের সাথে থাকুনঃ