April 25, 2024
#বিধি-বিধান

হাঁটুর উপরে কাপড় উঠলে কি ওজু ভেঙ্গে যায়?

প্রশ্নঃ আমি ওজু করবার সময় বা অজু করবার পরে কোন ভাবে হাঁটুর উপরে কাপড় উঠলে আমার ওজু কি ভেঙ্গে যাবে?

উত্তরঃ আমাদের সমাজের লোকদের মাঝে প্রচলিত রয়েছে যে, হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভেঙ্গে যাবে। কিন্তু এ ধারণাটি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অমূলক। বরং সঠিক কথা হল, হাঁটুর উপর কাপড় থাকা অবস্থায় অযু করলে তা শুদ্ধ হবে ইনশাআল্লাহ।

ধারণাটি অমূলক কেন?

কেননা ওযু শুদ্ধ হওয়ার জন্য সতর ঢাকা শর্ত নয়। আর ওযুর পর হাঁটুর উপর কাপড় উঠে গেলেও অযু নষ্ট হবে না ইনশাআল্লাহ। কেননা, এটি ওযু ভঙ্গের কারণ সমূহের মধ্যে কোন কারণ নয়।

তবে ওযু করার সময় বা ওযু করার পর বিনা প্রয়োজনে হাঁটুর উপর কাপড় না উঠানোই উত্তম। ইমাম মালেক রহ. এটিকে অপছন্দনীয় মনে করতেন।

উল্লেখ্য যে, পুরুষের নামায শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল, সর্ব নিম্ন দু কাঁধ ঢাকার পাশাপাশি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। সুতরাং হাঁটু ঢাকা নামাযের জন্য শর্ত; ওযুর জন্য নয়।

আল্লাহু আলাম।

আরও পড়ুনঃ গোসল সংক্রান্ত মাসআলা-মাসায়েল

উত্তর প্রদানেঃ
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল, সৌদি আরব

আমাদের সাথে থাকুনঃ


হাঁটুর উপরে কাপড় উঠলে কি ওজু ভেঙ্গে যায়?

সালাতে সূরার ধারাবাহিকতা

1 Comment

  1. ফারুক
    30th May 2020

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কৃষি কাজ করতে গেলে হাটুর উপরে কাপড় তোলা লাগে, আমি কি কৃষি কাজ করার সময় হাটুর উপরে কাপড় তুলতে পারবো? কারন পুরুষের সতর তো নাভি থেকে হাটুর নিচ পর্যন্ত।

Comments are closed.