May 29, 2023

আদর্শ রমণী – বই ডাউনলোড

রমণীদের মধ্যে সুন্দরী রমণীর অভাব নেই। কিন্তু ‘আদর্শ রমণী’র বড় অভাব। যাঁরা আদর্শ মানুষ অথবা আদর্শকে ভালোবাসেন এমন মানুষ সেই রমণীর অনুসন্ধান ক’রে থাকেন বিবাহের পূর্বে। অনেকে সে মর্মে কিছু লেখার পরামর্শ দেন। সেই ভাইদের আশামত তেমনই রমণী গড়ার প্রচেষ্টায় আমার এবারের প্রয়াস। আল্লাহ যেন তা কবুল করেন।