March 22, 2023

উপকার করে খোটা দেওয়ার কুফল

কখনো কখনো মানুষ উপকারীর উপকার স্বীকার তো করেই না আরও উল্টো বদনাম করে। তখন যদি তাদের মনে করিয়ে দেয়ার জন্য যা যা উপকার করেছে তার কিছুটা বলে তাহলে কি সেটা খোটা দেয়া হবে? যেহেতু ইসলামে খোটা দিয়ে তাদের দানকে নস্ট না করার জন্য বলা হয়েছে।