March 28, 2023

ফরজ সালাত এর পর প্রচলিত মুনাজাত ও বিভিন্ন দুয়া সম্পর্কে

আমা‌দের মসজিদের ইমাম সাহেব কয়েকদিন ধরে এক‌টি কাজ শুরু করেছে। তা হল, ফজরের ফরজ সালাত শেষে উচ্চস্বরে আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ তিন আয়াত, সূরা ইখলাস,ফালাক,নাস, দুবার দরুদ শরিফ (তাও দরুদে ইবরাহিম নয়) এর পরে উচ্চস্বরে মুসল্লিদের নি‌য়ে সম্মিলিতভাবে মুনাজাত করে। এ‌টি ঠিক কি না?