April 19, 2024
#সালাত

টুপি-পাগড়ি ছাড়া সালাত আদায় করা কি মাকরূহ?

প্রশ্নঃ টুপি-পাগড়ি ইত্যাদি দ্বারা মাথা ঢেকে সালাত আদায় করার বিধান কি? টুপি-পাগড়ি ছাড়া সালাত আদায় করা কি মাকরূহ?

উত্তরঃ পুরুষের জন্য সালাতে টুপি-পাগড়ি বা গুতরা পরা জরুরি নয়। খোলা মাথায় সালাত আদায় করা বৈধ। এতে ইনশাআল্লাহ নেকি কম হবে না।

কিন্তু আমাদের কর্তব্য, সতর ঢাকার পাশাপাশি যথাসম্ভব সুন্দর পোশাক পরিধান করে সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলেন,

يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ
“হে বনী আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের সাজসজ্জা (পোশাক) পরিধান করে নাও।”

সূরা আরাফ: ৩১

সুতরাং ‘সৌন্দর্য’ হিসেবে টুপি-পাগড়ী বা গুতরা ইত্যাদি পরিধান করে সালাত আদায় করা উত্তম।

সাজসজ্জা কেমন হতে পারে?

জেনে রাখা দরকার যে, সালাতে সতর ঢাকা ওয়াজিব। তার অতিরিক্ত হল, সালাতের আদব ও সৌন্দর্য। তাই এই মাথা ঢাকাও মুস্তাহাব ও আদবের অন্তর্ভুক্ত।

কোন কোন দেশে গুতরা বা রুমাল দ্বারা মাথা ঢাকাকে সৌন্দর্য মনে করা হয়। যেমন আরব দেশগুলোতে। সুতরাং তাদের জন্য গুতরা বা রুমাল দ্বারা মাথা ঢাকা উত্তম

মোটকথা, দেশের প্রচলিত সৌন্দর্য বর্ধক পোশাক হিসেবে টুপি, পাগড়ি, গুতরা-রুমাল ইত্যাদি দ্বারা মাথা ঢেকে সুন্দরভাবে বিশ্বচরাচরের মালিক আল্লাহ তাআলা দরবারে সালাতে দণ্ডায়মান হওয়া নি:সন্দেহে উত্তম।

কিন্তু এগুলো ছাড়াও যদি সালাত আদায় করা হয় তাহলে সালাতের সওয়াবে কোনরূপ ঘাটতি হবে না, ইনশাআল্লাহ। (আল্লামা আলবানী, আল্লামা উসাইমীন, আল্লামা ফাউযান প্রমুখের ফতোয়ার সারাংশ)

আরও পড়ুনঃ সালাতে মেয়েদের শরীর ঢাকার বিধান

আল্লাহু আলাম।

————————–
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,

1 Comment

  1. […] আরও পড়ুনঃ টুপি-পাগড়ি ছাড়া সালাত আদায় করা কি ম… […]

Comments are closed.